কুয়েতে করোনায় আরো ১০৯জন নতুন করে আক্রান্ত
কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, করোনাভাইরাসে আরো ১০৯জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে।
এ পর্যন্ত কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬৫জনে, চিকিৎসাধীন ৫৬১ জন, সুস্থতা লাভ করেছেন ১০৩ জন, সংকটপূর্ণ ২০জন ও মৃত্যু হয়েছে ১জনের।
”করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশী আজ নতুন করে আরো ৬জন সহ শনাক্ত মোট ৩৪জন”
এছাড়াও দেশটির তিনটি জায়গায় যথাক্রমে, জওয়ান রেসর্ট,খাইরান রেসর্ট ও আল-কুত বিচ্ হোটেলে ২৪৭৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নিজে সুস্থ জীবনযাপনের জন্য স্থানীয় আইন মেনে চলুন, কুয়েতে ”জরুরী অবস্থা” চলছে বিকেল ৫টা থেকে সকাল ৪টা পর্যন্ত, ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।