আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে ১০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, ২ জনের সিদ্ধান্ত স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুইটি আসনে মোট ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে প্রথমে পঞ্চগড়-১ আসনের ও পরে পঞ্চগড়-২ আসনের প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক (প্রতীক সম্বলিত কাগজ) তুলে দেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম।

এবারের নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ৬ জন ও পঞ্চগড়-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বিন্দ্বিতা করছেন।

এদিকে পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী রয়েছেন। গতকাল রোববার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। একারণে তাদের দুইজনেরই মনোনয়নপত্র স্থগিত করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম। তবে এ বিষয়ে বিধি অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন বলে জানা গেছে। সেই সাথে তাদের কারো মাঝেই প্রতীক বরাদ্দ দেয়া হয়নি।

পঞ্চগড়-১ যারা প্রতীক পেলেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভুইয়া মুক্তাকে নৌকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাতকে ট্রাক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র মশিউর রহমানকে আম, মুক্তিজোটের আব্দুল মজিদকে ছড়ি (লাঠি), বাংলাদেশ সুপ্রীম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশাকে একতারা ও বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট (বিএনএফ)’র সিরাজুল ইসলামকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

পঞ্চগড়-২ আসনে যারা প্রতীক বরাদ্দ পেলেন তারা হলেন, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে নৌকা, তৃণমূল বিএনপির আব্দুল আজিজকে সোনালী আঁশ, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপনকে লাঙ্গল এবং বাংলাদেশ সুপ্রীম পাার্টির আহমদ রেজা ফারুকীকে একতারা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকে প্রতীক পেয়েই শহর, গ্রাম, গুরুত্বপূর্ণ স্থান, হাট বাজারে প্রচারণা ও গণসংযোগ শুরু করে দিয়েছেন অনেক প্রার্থী।

 

এ সম্পর্কিত আরও পড়ুন