আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আরও পাঁচ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন- হামাসের কৌশলগত হামলা ও প্রতিরোধে প্রায় প্রতিদিনই সেনা সদস্য ও কর্মকর্তাদের হারাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ।

সোমবার (১৮ ডিসেম্বর) চলমান যুদ্ধে আরও পাঁচ সেনাকে হারানো খবর দিয়েছে ইসরায়েলের  বাহিনী।

স্থল অভিযানের মধ্যে দিয়ে হামাসকে পরাজিত করতে পাঠানো হয়েছিল আইডিএফকে। তবে হামাসের আল কাসেম ব্রিগেডের সঙ্গে অনেক ক্ষেত্রেই লড়তে ব্যাপক সমস্যায় পড়ছে আইডিএফ। অতর্কিত এসে আক্রমণ বা আরপিজি’র মাধ্যমে ট্যাংক উড়িয়ে দিচ্ছে হামাসের আল কাসেম ব্রিগেড। যার ফলে কোথাও আহত বা কোথাও নিহত হচ্ছে ইজরাইল সেনা। ঘরের মাটিতে হামাসকে দমানো যে অসম্ভব, তা বিলক্ষণ বুঝতে পারছে ইসরায়েলের প্রযুক্তি নির্ভর বিলিয়ন ডলারের আইডিএফ সেনা।

যুদ্ধ কতদিন চলবে তা এখনও বলতে না পারা গেলেও এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে সমস্যা বাড়বে তাতে কোন সন্দেহ নেই। ফ্রেন্ডলি ফায়ারের মতো ঘটনাও ঘটছে। অর্থাৎ, মাথা খারাপ হয়ে এখন উল্টো ইসরাইলি সেনারা ভুল করে নিজেদের সেনাকেই গুলি করছে।

উল্লেখ্য, গাজায় অভিযানে এসে এখন পর্যন্ত  ইসরায়েলি সেনা সদস্য নিহতের সংখ্যা ১২৭ জন। তবে,হামাসের দাবি এ সংখ্যা আরও অনেক বেশি।

এ সম্পর্কিত আরও পড়ুন