আর্কাইভ থেকে আন্তর্জাতিক

বরখাস্তের হিড়িক, বিরোধীশূণ্য সংসদ

সংসদে হট্টগোলের জেরে মঙ্গলবারও (১৯ ডিসেম্বর) ভারতের লোকসভার ৪৯ জন বিরোধী সদস্যকে বরখাস্ত করা হয়েছে। গেলো সপ্তাহে থেকে এ পর্যন্ত  মোট ১৪১ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হল।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্পিকার ওম বিড়লা ৪৯ জন সংসদ সদস্যকে বরখাস্ত করেন।

মঙ্গলবার সাসপেন্ড হওয়া সংসদ সদস্যদের তালিকায় রয়েছেন তৃণমূলের মালা রায়,সুদীপ বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের শশী থারুর,কার্তি চিদম্বরম,এনসিপির সুপ্রিয়া সুলে,এনসি-র ফারুক আবদুল্লা,এসপির ডিম্পল যাদব,ডিএমকে-র এস সেন্থিলকুমার,বিএসপির সাসপেন্ড হওয়া সদস্যরা হলেন দানিশ আলি,আপের সুশীল কুমার রিঙ্কু প্রমুখ।

বরখাস্ত ইস্যুতে সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, সংসদে প্ল্যাকার্ড আনার নিষেধাজ্ঞার পরেও। বিরোধী সদস্যরা মরিয়া হয়ে এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন। তাই আমরা এই (বরখাস্ত করার) প্রস্তাব আনছি। বরখাস্ত করার প্রস্তাবটি লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

অনেকে মনে করেন, এত বিপুল সংখ্যক সদস্য বরখাস্তের পরে কার্যত বিরোধী শূন্য হল ভারতের সংসদ।

উল্লেখ্য গেলো বুধবার লোকসভায় ‌রঙ বোমা নিক্ষেপের ঘটনার পর থেকেই সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অধিবেশনে সরব হয়েছেন বিরোধীরা। গত সপ্তাহের পর সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে স্লোগান তোলেন তারা। এরপরের ঘটে বরখাস্তের ঘটনা।

এ সম্পর্কিত আরও পড়ুন