আর্কাইভ থেকে আন্তর্জাতিক

আরও ২৯ ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় নিহত

দক্ষিণ গাজার রাফাহ শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় একই এলাকার তিনটি আবাসিক ভবন গুঁড়িয়ে দেয়া হয়। প্রথমে নয়জনের লাশ পাওয়া গেলেও পরে ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও ২০ জনের লাশ বের করে আনা হয়।

গেলো সোমবার (১৮ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

এদিকে, পশ্চিম তীরের নাবলুস শহরে এক ফিলিস্তিনি কারাবন্দীর বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি, হেবরন, জেনিন এবং তুলকারেমেও অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা।

হতাহত ঘটেছে ইসরায়েলি সেনাবাহিনীতেও, গাজায় যুদ্ধ করতে গিয়ে আরও দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এ নিয়ে ফিলিস্তিনে নিহত মোট ইসরায়েলি সেনার সংখ্যা হলো ১৩১।

উল্লেখ্য গেলো ৭ অক্টোবর হামাসের হামলার পরে। ফিলিস্তিনে নতুন করে অভিযান শুরু করে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও পড়ুন