আর্কাইভ থেকে ক্রিকেট

২ ঘণ্টার ব্যবধানে কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক

ঘণ্টা দুয়েক আগে আইপিএলের নিলামে ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটার হিসেবে প্যাট কামিন্সকে দলে নিয়েছিলো সানরাইজার্স হায়দরাবাদ। ২০ কোটি ৫০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক বিক্রি হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এর চেয়ে বেশি দাম এবারের নিলামে আর হয়তো উঠবে না।

তবে সেই ধারণা ভেঙে দিলেন তারই স্বদেশী মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে অস্ট্রেলিয়ার পেসার স্টার্ক গেছেন কলকাতায়।

দুবাইয়ে আজ মঙ্গলবার ২০২৪ সালের আইপিএলের জন্য নিলাম আইপিএলে স্টার্কের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রূপিতে। শুরুতে তাকে নিয়ে লড়াই চলে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে। ৯ কোটি ৬০ লাখ রুপি পর্যন্ত এই দুই দলের মধ্যেই লড়াই চলে। এরপর ৯ কোটি ৮০ লাখ রুপি দাম হাঁকিয়ে লড়াইয়ে পা রাখে কলকাতা। স্টার্ককে নিয়ে বাকি সময়টা কলকাতা ও গুজরাটের মধ্যে চলে যুদ্ধ। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো এই লড়াইয়ে দর্শক হয়েই থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন