আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গোলাবারুদ সংকটে অসহায় ইউক্রেন সেনারা

অস্ত্র ও গোলাবারুদের অভাবে যুদ্ধের ময়দানে বেকায়দায় পড়েছে ইউক্রেন সেনা বাহিনী। মার্কিন কংগ্রেস ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের জন্য প্রস্তাবিত মিত্র সহায়তা আটকে যাওয়ায়, বাধ্য হয়ে বিভিন্ন অঞ্চলে সেনা কর্মকাণ্ড কমাচ্ছে জেলেনস্কি বাহিনী। এদিকে হামলা জোরদার করেছে রুশ বাহিনী।

সম্প্রতি বিষয়টি স্বিকার করেছে ইউক্রেন সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তা জেনারেল ওলেকাসান্দর তারানভস্কি।

তিনি বলেন, আমাদের কাছে এই মুহুর্তে যে গোলাবারুদ আছে সেটি পর্যাপ্ত নয়।মিত্রদের পর্যাপ্ত  সহায়তা না আসায় আমরা যুদ্ধ কৌশল পরিবর্তন করছি। ফলে কিছু অঞ্চলে আমরা রক্ষণাত্মক অবস্থান বেছে নিয়েছি। আবার কিছু অঞ্চলে আক্রমণাত্মক অবস্থানে আছি।

এন্তোনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, ইউক্রেনের একটি অঞ্চলকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষার জন্য প্রতিমাসে দুই লাখ কামানের গোলার দরকার। কিন্তু এই মুহুর্তে তাদের এই যোগান পর্যাপ্ত নয়।

এদিকে পর্যাপ্ত সামরিক সহায়তা না দিলেও, রাশিয়ার বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা।

এ সম্পর্কিত আরও পড়ুন