আর্কাইভ থেকে বিএনপি

আজ থেকে শুরু বিএনপির গণসংযোগ

সারাদেশে আজ থেকে তিন দিন গণসংযোগ এবং রোববার আবারও সকাল-সন্ধ্যা অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) একতরফা’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে এই গণসংযোগ কর্মসূচী পালন করবে বিএনপি।

বুধবার (২০ ডিসেম্বর) বিকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

একইসঙ্গে ২৪ ডিসেম্বর থেকে আবারও সারা দেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তিনি বলেন, বিএনপির পাশাপাশি সমমনা দলগুলোও আলাদাভাবে একই কর্মসূচি ঘোষণা করবে।

রিজভী বলেন, ‘অবৈধ’ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ২১, ২২ ও ২৩ ডিসেম্বর এই গণসংযোগ কর্মসূচি হবে। একই দাবিতে ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ হবে।

এর আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদও পৃথকভাবে একই কর্মসূচি ঘোষণা করেন।

সবশেষ গত ১২ ও ১৩ ডিসেম্বর বিএনপি সারা দেশে ৪৮ ঘণ্টার রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ করে। আগামী রোববার হবে তাদের দ্বাদশ দফা অবরোধ।

গেলো ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে পণ্ড হয়ে যাওয়ার পর থেকে বিএনপিসহ সমমনা জোটগুলো চার দফায় ৫ দিন হরতাল এবং ১১ দফায় ২২ দিন অবরোধ করেছে। এরপর তারা অসহযোগ আন্দোলনের নতুন কর্মসূচি দিল।

এ সম্পর্কিত আরও পড়ুন