আর্কাইভ থেকে বাংলাদেশ

আজ ১২২ টি ট্রেন ঢাকা ছাড়বে, কমলাপুরে যাত্রীদের চাপ বেড়েছে

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগভাগি করে নিতে গ্রামের বাড়ি ছুটছে মানুষ। গত কয়েক দিন ধরেই বাড়ি যেতে ঢাকা ছাড়ছেন মানুষ। তবে আজ শুক্রবার (২৯ এপ্রিল) থেকেই শুরু হয়েছে ঈদে বাড়ি ফেরার চাপ। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাপ বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। এদিন ভোর থেকেই রেলস্টেশনে বাড়তে থাকে মানুষের চাপ। মূলত আজ থেকেই ঈদের ছুটি শুরু হয়েছে।

সরেজমিন দেখা যায়, সকালে গেটে টিকিট চেক করে স্টেশনের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন নিরাপত্তা প্রহরীরা। অনেকেই নির্ধারিত সময়ের আগেই স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছেন।

বগুড়ার যাত্রী সাদ্দাম বলেন, উত্তরবঙ্গে যেতে হলে ঢাকা ক্রস করতেই হয়। আর এখান থেকে যাত্রার একটা যুদ্ধ শুরু।

কমলাপুর স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আমিনুল হক জানিয়েছেন, ১২২ টি ট্রেন আজ কমলাপুর স্টেশন ছেড়ে যাবে। যার মধ্যে ঈদ স্পেশাল চারটি ও আন্তঃ নগর ৩৭টি। সকাল থেকে ২০টি ট্রেন ছেড়ে গেছে। প্রতিদিন ৬৩ হাজার যাত্রী কমলাপুর ছেড়ে যাবে। মোট যাতায়াত করবে ১ লাখ ২২ হাজার যাত্রী। শিডিউল বিপর্যয়রোধে চেষ্টা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন