আর্কাইভ থেকে বাংলাদেশ

অতীতের চেয়ে মহাসড়কের অবস্থা এখন ভালো : কাদের

উত্তরবঙ্গ রুটে তিনটি ফ্লাইওভার খুলে দেয়ার কারণে এবার যানজট কমেছে। অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার মহাসড়কের অবস্থা ভালো। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর গাবতলীতে সাংবাদিকদেরএ কথা বলেন তিনি।

কাদের বলেন,  উল্টোপথে গাড়ি চালাবেন না। যাদের যা দায়িত্ব তা পালন করলে ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।

সেতুমন্ত্রী বলেন, সবাই নিজ নিজ জায়গা থেকে একটু সচেতন হলে ঈদ যাত্রায় সড়কে অতিরিক্ত যানজট সৃষ্টি হবে না। একটু ভিড় দেখলেই অনেকেই রং সাইডে গাড়ি ঢুকিয়ে দেন, বিপরীত দিকে দুই একটি গাড়ি ঢুকলেই পুরো সড়কে যানজট লেগে যায়।

তিনি বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের যেন কোনও ভোগান্তি পোহাতে না হয়। জাতীয় স্বার্থে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নিতে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সম্পর্কিত আরও পড়ুন