আর্কাইভ থেকে ইসলাম

ঈদ কবে জানা যাবে রোববার

শাওয়াল মাসের চাঁদ দেখতে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে আগামী রোববার (১ মে)। ওই দিন জানা যাবে ঈদ উল ‍ফিতর কবে হচ্ছে। যদি এদিন চাঁদ দেখা যায়, তাহলে সোমবার (২ মে) পালিত হবে ঈদ উল ‍ফিতর। আর না দেখা গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হয়ে মঙ্গলবার( ৩ মে) পালিত হবে ঈদ উল ‍ফিতর।

১৪৪৩ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে ইসলামিক ফাইন্ডেশনকে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন