আর্কাইভ থেকে দেশজুড়ে

জগন্নাথপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ নেই প্রচারে

সুনামগঞ্জের জগন্নাথপুরে গুরুত্বপূর্ণ সুনামগঞ্জ-৩ আসনে এবার নেই ভোটের আমেজ। আসনটিতে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সহ সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরি পরিচিতি থাকলেও জাতীয় পার্টির প্রার্থী তৌফিক আলী মিনারের কিছুটা পরিচিতি আছে আরেক জাতীয় পার্টি প্রার্থী মকবুল হোসেন কাঁঠাল প্রতীক নিয়ে আসলেও চিনেন না উপজেলার জনসাধারণ।

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ জগন্নাথপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন এম এ মান্নান, বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল পেয়েছেন তালুকদার মো. মকবুল হোসেন, জাতীয় পার্টির লাঙল প্রতীক পেয়েছেন তৌফিক আলী, তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আঁশ পেয়েছেন মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরি।

দ্বাদশ সংসদ নির্বাচনে আলোচিত এই আসন থেকে নৌকার মনোনয়ন চেয়েছিলেন অনেকে। কিন্তু গতবারের মতো এবারও পরিকল্পনামন্ত্রীর ওপরই আস্থা রেখেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে নির্ভার থাকলেও নির্বাচনের মাঠে ভোটের আমেজ সৃষ্টি করাই নৌকার প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই প্রতীক বরাদ্দ পাওয়ার দিন থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছেন তিনি।

প্রসঙ্গত, এই উপজেলায় ৮৯টি ভোট কেন্দ্র রয়েছে। ৪০৫টি ভোট কক্ষ রয়েছে। মোট ভোটার রয়েছে ২০১৮৭০জন। বিগত নির্বাচনে শাহিনুর পাশা চৌধুরি ১৪দলীয় প্রার্থী থাকলেও এবার তৃণমূল বিএনপির প্রতীক সোনালি আঁশ নিয়ে মাঠে আসায় তেমন সাড়া পাচ্ছেন না। আরেক প্রার্থী জাতীয় পার্টির লাঙল প্রতীক পেয়েছেন তৌফিক আলী মোটামুটি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাঠ পর্যায়ে শুধু নৌকা প্রচারণা দেখা যাচ্ছে। জনসাধারণ মনে করে আবারও নৌকা প্রার্থী এই আসনে জয়লাভ করবেন।

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন