জাতীয়

তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই: নির্বাচন কমিশনার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধিত হতে আইনের কোনো বাধার মুখে পড়বেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, নির্বাচন কমিশনের ক্ষমতার আওতায় যে কাউকে প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব।

ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান বগুড়া–৬ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলীয় নেতাকর্মীরা তার মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

প্রায় দেড় যুগ পর সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির এই শীর্ষ নেতা। স্বদেশ প্রত্যাবর্তনের পর তাকে কেন্দ্র করে রাজধানীতে বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়, যেখানে লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে তিনি দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেন।

এর আগে ২২ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দেশে ফিরে শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমান ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন