আর্কাইভ থেকে জাতীয়

দিল্লিতে পিটার হাস, জল্পনা তুঙ্গে ঢাকায়

বড়দিনের ছুটি কাটাতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সস্ত্রীক ভারতের দিল্লি গেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর)সকালে দিল্লির উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরের একাধিক সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। হঠাৎ ছুটিতে যাওয়া পিটার হাস যখন দিল্লিতে অবস্থান করছেন, তখন রাজধানী ঢাকায় শুরু হয়েছে আবারও জল্পনা।

বিমানবন্দরের ফ্লাইট অপারেশন সূত্র জানায়,শুক্রবার ভিসতারা এয়ারের ইউকে-১৮৪ ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেছেন পিটার হাস।শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কূটনৈতিক পাড়ার সূত্রগুলোও বড়দিনের ছুটির সময় পিটার হাসের ঢাকার বাইরে থাকার তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, পূর্বনির্ধারিত বৈঠকের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন পিটার হাস।পদ্মায় তাঁর আগে পররাষ্ট্রসচিবের সঙ্গে দেখা করেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। ছুটি শেষে আগামী সপ্তাহের শেষদিকে পিটার হাস ঢাকায় ফিরে কাজে যোগ দিবেন বলে ঢাকার্ কূটনৈতিক পাড়ার একটি সূত্র বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছে।

কোনো দেশের রাষ্ট্রদূত নিজের দেশে বা ছুটিতে অন্য দেশে গেলে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে হয়। তবে রাষ্ট্রদূতের ছুটিতে যাওয়ার স্থান বা কেন গেলেন তা বলতে বাধ্য  নয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ প্রত্যক্ষ করছে গোটা দেশবাসী। গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করলে পরের দিনই শ্রীলঙ্কা সফরে যান পিটার হাস। ১১ দিন ছুটি কাটিয়ে তিনি ঢাকায় ফেরেন ২৭ নভেম্বর। পিটার হাসের শ্রীলঙ্কা সফর পূর্বনির্ধারিত হলেও তাঁর ওই সফর ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল। এবারেও পিটার হাসের হঠাৎ করে দিল্লি ছুটি কাটাতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মার্কিন কোনো কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শমূলক বৈঠকে যোগ দিতে পিটার হাস ঢাকা ছাড়তে পারেন—এমন আলোচনা হচ্ছে কূটনৈতিকসহ বিভিন্ন মহলে। অবশ্য ঢাকায় দেশটির এক কূটনীতিকের দাবি, রাষ্ট্রদূত ছুটি কাটাতে দিল্লি গেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন