আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় এক পরিবারের ৭৬ জন নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় একটি বর্ধিত পরিবারের ৭৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে আল-মুগরাবি পরিবারের ১৬ জনই পরিবারটির প্রধান। নিহতদের মধ্যে নারী-শিশুও রয়েছেন।

গেলো শুক্রবারে (২২ ডিসেম্বর) ওই হামলাকে  ইসরায়েল-হামাস যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হামলা বলেছেন উদ্ধারকারী কর্মকর্তারা।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল নিহতদের নামের একটি আংশিক তালিকা প্রকাশ করেছেন, সেখানে দেখা যায় নিহতদের মধ্যে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের এক প্রবীণ কর্মী ইসাম আল-মুগরাবি, তাঁর স্ত্রী এবং তাদের পাঁচ সন্তান রয়েছেন।

ইসাম আল-মুগরাবি’র মৃত্যুতে সংস্থার প্রধান  আচিম স্টেইনার বলেছেন, ‘ইসাম এবং তাঁর পরিবারের ক্ষতি আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। এই যুদ্ধ শেষ হওয়া উচিত।’

এদিকে শনিবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা জিজ্ঞাসাবাদের জন্য গাজা থেকে আরও ৭ শতাধিক মানুষকে ইসরায়েলে আটক করে নিয়ে এসেছে।

উল্লেখ্য, ইসরায়েল এখন পর্যন্ত আন্তর্জাতিক চাপকে প্রতিহত করেছে বলে দাবি করেছেন দেশটির সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

এ সম্পর্কিত আরও পড়ুন