আর্কাইভ থেকে ফুটবল

আবারও রিচার্লিসনের গোল, টটেনহ্যামের জয়

দীর্ঘসময় গোল বঞ্চিত থাকার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে পেয়েছিলেন গোলের দেখা। সেই ম্যাচে জোড়া গোল করার পর পরের ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষেও পেয়েছিলেন গোল। আজ নিজের সাবেক ক্লাব এভারটনের বিপক্ষেও বল পাঠালেন জালে। সেই সাথে তার দল টটেনহ্যাম জিতেছে ২-১ ব্যবধানে।

শনিবার টটেনহ্যামের মাঠে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাম থেকে আসা ক্রস বক্সের ভেতরে পেয়ে যান রিচার্লিসন। বল পেয়ে জালে পাঠাতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোরিয়ান ফরোয়ার্ড হিউং-মিন সন ।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধেরও খেলার নিয়ন্ত্রণ ছিলো টনেহ্যামের হাতেই। তবে শেষ ১০ মিনিটে ম্যাচের চিত্র কিছুটা পালটে যায়। ৮২ তম মিনিটে গোমেজের গোলে ব্যবধান কমলে কিছুটা চপে ধরে এভারটন। তবে শেষ পর্যন্ত পিছিয়ে থেকে হার নিয়েই মাঠ ছাড়তে হয় লন্ডনের ক্লাবটিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন