আর্কাইভ থেকে রাজনীতি

প্রার্থীদের সঙ্গে সিইসির সভা, ঢুকতে পারলেন না সাংবাদিকরা

ময়মনসিংহ জেলার সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।  তবে সভাকক্ষে সাংবাদিকদের ঢুকতে দেয়া হয়নি। পরে দুপুরে সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা না বলে তিনি বেরিয়ে যান। সাংবাদিকদের জানানো হয়, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে সিইসি কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে।

রোববার (২৪ ডিসেম্বর) ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।

সভা কক্ষে ঢুকতে না দেয়ায়  সংবাদ সংগ্রহের জন‍্য সম্মেলন কক্ষের বারান্দায় অপেক্ষা করতে হয় সাংবাদিকদের।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, এসপি মাছুম আহম্মেদ ভূঞা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ অনেকে।

এ সম্পর্কিত আরও পড়ুন