আর্কাইভ থেকে ক্রিকেট

পাকিস্তানি পেসারদের গতি নিয়ে উদ্বিগ্ন ওয়াকার

পাকিস্তানের ফাস্ট বোলারদের বলে সব সময় গতি অনেক বেশি দেখা যায়। কিন্তু সেই গতি এখন আর তেমন দেখতে পান না পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ওয়াকার ইউনিস। চলমান অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের পেসারদের গতির অভাব বেশ ভাবাচ্ছে তাকে।

সম্প্রতি ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর ‘রাউন্ড দা উইকেট’ শোতে ওয়াকার জানিয়েছেন, ‘একটি বিষয় নিয়ে আমি উদ্বিগ্ন, যেটা হলো— যখন আমরা অস্ট্রেলিয়ায় আসি, ফাস্ট বোলিং নিয়ে সব সময়ই রোমাঞ্চিত থাকি। এবার এমন কিছু দেখছি না। আমি দেখছি, মিডিয়াম পেসার, স্লো-মিডিয়াম পেসার, অলরাউন্ডার। প্রকৃত গতিময় কোনো বোলার নেই। মানুষ দেখতে আসে পাকিস্তানি পেসাররা দ্রুতগতিতে দৌড়ে আসছে এবং ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করছে। এবার সেটি দেখছি না। ’

তিনি আরও বলেন, ‘এটাই আমার কাছে চিন্তার বিষয়। কারণ ঘরোয়া ক্রিকেটেও গতিময় বোলার দেখি না। আমি বুঝতে পারি, কয়েকজন চোটের বাইরে আছে। কিন্তু অতীতে তাকালে দেখবেন, ফাস্ট বোলারে সমৃদ্ধ ছিল পাকিস্তান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, এখন সেটা নেই এবং বিষয়টি নিয়ে আমি সত্যিই অনেক চিন্তিত।’

 

এ সম্পর্কিত আরও পড়ুন