আর্কাইভ থেকে চাকরির খবর

পিএসসি ফটকে তালা দেয়ার চেষ্টা চাকরিপ্রার্থীদের

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদ সংখ্যা বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজও পিএসসি এর সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। এসময়ে কাফনের কাপড় জড়িয়ে পিএসসি ফটকে তালা দেয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

রোববার সকাল ১০টা থেকে  কর্মসূচি শুরু করেন চাকরিপ্রার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রার্থীরা।

চাকরিপ্রার্থীরা জানান, গেলো কয়েকটি বিসিএসে নন-ক্যাডারে প্রায় চার হাজার করে প্রার্থী চাকরি পেয়েছেন। ৪১তম বিসিএসের নন-ক্যাডারে ফল প্রকাশের পর দ্রুত সময়ে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করতে গিয়ে তাদের বৈষম্যের মধ্যে ফেলে দেয়া হয়েছে। তাদের দাবি নন-ক্যাডারের ফল আলাদাভাবে প্রকাশ করে পদ বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি দেওয়া হোক।

তারা আরও জানান,  খুবই অল্পসংখ্যক পদে নন-ক্যাডারের বিজ্ঞপ্তি দিয়ে ওই পদগুলোতে পছন্দক্রম নিয়েছে। এতে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ অসংখ্য প্রার্থী মৌখিক পরীক্ষা দিয়েও নন-ক্যাডারের চাকরি পাবেন না। এটা ৪৩তম ব্যাচের সঙ্গে স্পষ্টই বৈষম্য।

উল্লেখ্য, একই দাবিতে গেলো ২১ ডিসেম্বরও পিএসসি এর সামনে অবস্থান নিয়েছিল চাকরিপ্রার্থীরা। এসময়ে অফিস শেষে, পিছনের দরজা দিয়ে পিএসসি ত্যাগ করেন কর্তারা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন