আর্কাইভ থেকে বাংলাদেশ

জ্যাকলিনের বিড়াল এর দাম ৯ লাখ টাকা

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল ২০০ কোটি টাকার অর্থপাচার মামলায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি।

আর তার সূত্র ধরে অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে জ্যাকলিনকে। কিন্তু বেশ কয়েকবার এড়িয়ে যাওয়ার পরেই ইডির দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। সেখানেই সুকেশের দেয়া কোটি কোটি টাকার উপহারের কথা স্বীকার করেন জ্যাকলিন।

এরই ধারাবাহিকতায় ৭ কোটি ২৭ লাখ রুপির (প্রায় ৮ কোটি ২৩ লাখ টাকা) সম্পদ বাজেয়াপ্ত করেছে ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

চাঁদাবাজির টাকা দিয়েই জ্যাকলিনকে ৭.১২ কোটি রুপির ফিক্সড ডিপোজিট করে দেন সুকেশ। সেই সঙ্গে সুকেশ তার ওয়েব-সিরিজ প্রকল্পের একটি স্ক্রিপ্ট লেখার জন্য অগ্রিম হিসাবে জ্যাকলিনের পক্ষে একজন স্ক্রিপ্টরাইটারকে নগদ ১৫ লাখ রুপি দিয়েছিলেন। বাজেয়াপ্ত সম্পদের মধ্যে এ নগদ অর্থও সংযুক্ত রয়েছে।

এ উপহার ছাড়াও জ্যাকলিনকে প্রায় ১ লাখ ৭২ হাজার ৯১৩ মার্কিন ডলার ও ২৬ হাজার ৭৪০ অস্ট্রেলিয়ান ডলার দিয়েছিল সুকেশ। এর বাইরে দামি গাড়ি, ৯ লাখের বিড়াল, ৫২ লাখের ঘোড়া, দামি পাথরের গয়নাও জ্যাকলিনকে উপহার দিয়েছিলেন তিনি।

এ সব সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ। তাই জ্যাকলিনের ৭ কোটি ২৭ লাখ রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন