আর্কাইভ থেকে দেশজুড়ে

যশোরে নিহত এক

যশোর সদরে মুড়লী রেল ক্রসিংয়ে কয়লা বোঝাই ট্রাকের সাথে ট্রেনের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

রাজশাহী থেকে খুলনা গামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াপাড়াগামী কয়লা বোঝাই ট্রাকের ধাক্কায় ট্রাক ড্রাইভার আলী  আকবর(৪০) ঘটনাস্থলে নিহত হয়েছে। ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি আছে।

নিহত আলী আকবর চাপাই নবাবগঞ্জ জেলার সিলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে। দূর্ঘটনায় ট্রেনের ইঞ্চিন মারাত্মক ক্ষতিগ্রস্ত, এজন্য সারাদেশের সাথে খুলনা গামী ট্রেন চলাচল বন্ধ আছে। দূর্ঘটনার শিকার ট্রাকের নাম্বার ট-৭৩৭৬।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক রকিবুজ্জামান বলেন, ‘নোয়াপাড়া দিকে ট্রাকটি যাচ্ছিল, তখন ট্রেনের সাথে সংঘর্ষে ড্রাইভার স্পটডেড ও হেলপার গুরুতর আহত। কারও গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।’ 

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের চালক আবু বকর সিদ্দিক বলেন, ‘৬৮ কিলোমিটার বেগে চালাচ্ছিলাম সামনে ক্রসিং দেখে হুইসেল দিয়েছিলাম কিন্তু সামনে ট্রাকটি পড়ে যায়। ট্রেনের ইঞ্জিন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন