আর্কাইভ থেকে ক্রিকেট

ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে ছিটকে গেলেন এবাদত

আফগানিস্তান সিরিজে ইনজুরিতে পড়েন বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম ভরসার নাম এবাদত হোসেন। এরপর সে ইনজুরির কারণে খেলতে পারেননি এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এরপর জানা যায়, আসন্ন বিপিএলেও অংশগ্রহন করতে পারবেন না তিনি।

এবার বিসিবি জানালো আরও একটি দুঃসংবাদ।  আগস্টের আগে মাঠে ফেরা হচ্ছে না এবাদতের।  ফলে মিস করবেন আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গণমাধ্যমকে জানান, আগামী বছরের আগস্ট মাসের আগে ফেরা হচ্ছে না ২৯ বছর বয়সী এই ডানহাতি এই পেসারের।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর বসবে আগামী জুন মাসে। আগস্ট পর্যন্ত ইনজুরির কারণে মাঠের বাইরে থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে যে এবাদতের খেলা হচ্ছে না তা নিশ্চিত ভাবেই বলা যায়।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন