আর্কাইভ থেকে ক্রিকেট

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে একমাত্র নারী সেঞ্চুরিয়ান ফারজানা

সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠেছেন ফারজানা হক।  যা মেয়েদের আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটারদের সর্বোচ্চ অবস্থান।  ফারজানা ছাড়া অন্য কেউ সেরা ২০–এই উঠতে পারেননি কখনো।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের দ্বিতীয় শতক (১০২ রান) তুলে নেন দেশের একমাত্র নারী সেঞ্চুরিয়ান ফারাজানা।  সেই পারফরম্যান্স ফল হিসেবে র‍্যাঙ্কিংয়ে লাফ দিলেন তিনি।  ফারজানার এখন রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা ৫৮৫।

ফারজানার উন্নতি হলেও অবনতি হয়েছে অধিনায়ক নিগার সুলতানার। এক ধাপ করে পিছিয়ে  তার অবস্থান এখন ৩০তম।  এছাড়া রুমানা আহমেদ ৫০তম এবং মুর্শিদা খাতুন ৫৮তম স্থানে আছেন।

ওই সিরিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান চার ধাপ এগিয়ে উঠেছেন ৫২ নম্বরে।  উঠেছেন রাবেয়া। অলরাউন্ডার রিতু মনি এগিয়েছেন দুই বিভাগেই। ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে উঠেছেন ৬৮তম স্থানে, বোলিংয়ে চার ধাপ এগিয়ে উঠেছেন ৯০-এ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন