আর্কাইভ থেকে ফুটবল

নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দিলো বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের বোলিং তোপে মাত্র ১৩৫ রানে আটকে গেছে কিউইরা।

বুধবার (২৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের নেপিয়ারে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত। বল করতে নেমে ১ রান খরচ করেই ৩ উইকেট শিকার করে টাইগার বোলাররা।

প্রথম ওভারের চতুর্থ বলেই মেহেদী হাসানের বলে আউট হয়ে যান টিম সেইফার্ট।  এরপর দ্বিতীয় ওভারে বল হাতে নেন শরিফুল ইসলাম। ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে ফিরিয়ে দেন ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপসকে।

দলীয় ২০ রান এবং ৫০ রানে আরও দুইটি উইকেট হারায় কিউইরা।  ১৪ রান করা ড্যরিল মিচেলকে ফিরিয়ে দেন মেহেদী। আর ১৯ রান করা মার্ক চ্যাপম্যানকে ফেরান টি-টোয়েন্টি অভিষেক হওয়া তানজিম হাসান সাকিব।

৫০ রানে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে সম্মানজনক স্কোর এনে দেন জেমস নিশাম।  তার করা ২৯ বলে ৪৮ রানের সাথে অধিনায়ক মিচেল স্যান্টনারের ২৩ রান ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তোলে নিউজিল্যান্ড।

 

এ সম্পর্কিত আরও পড়ুন