আর্কাইভ থেকে খেলাধুলা

ঐতিহাসিক জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ঐতিহাসিক জয়ের পরে টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারে অনুষ্ঠিত  সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।

টসে জিতে বোলিং নেয় বাংলাদেশ। ইতিহাস গড়ার মূল ভিত্তিটা তৈরি করে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের ব্যাটারদের পুরো ইনিংসজুড়েই চাপে রেখে মাত্র ১৩৪ রানে আটকিয়ে রাখে মেহেদী-শরিফুলরা। শুরতেই ১ রানে ৩ উইকেট হারায় কিউইরা।

১৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে এক পর্যায়ে বাংলাদেশ চাপে পড়লেও লিটন ও মাহাদী জুটি চাপ সামলে ব্যাটিংয়ে ৮ বল বাকি থাকতে জয় ছিনিয়ে আনে।

বাংলাদেশের হয়ে ২৬ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল। শেখ মেহেদী ১৪ রানে ২টি ও মোস্তাফিজুর রহমান ১৫ রানে ২ উইকেট নেন।

দলীয় সর্বোচ্চ  ৪২ রান আসে লিটন দাসের উইলো থেকে। ১৯ রানে অপরাজিত থেকে এবং দুই উইকেট শিকার করে ম্যান অব দ্যা ম্যাচ হন শেখ মেহেদী।

এ সম্পর্কিত আরও পড়ুন