আর্কাইভ থেকে বাংলাদেশ

ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ঢল

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার। একদিকে ঈদের টানা ছুটি, অপরদিকে তীব্র তাপদাহ। একারনে একটু স্বস্তির আশায় পর্যটকরা ছুটে গেছে সৈকত নগরীতে। এখনও অনেকে ছুটে চলেছে সাগর কন্যার ডাকে। 

কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেছেন, সেখানকার প্রায় সব আবাসিক হোটেল-মোটেল ও গেস্ট হাউজ বুকিং হয়ে গেছে।

(বুধবার) ৪ মে, কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ ‍সুপার রেজাউল করীম জানিয়েছেন, ঈদের আগের দিন থেকে এ পর্যন্ত প্রায় ২ লাখ পর্যটক কক্সবাজারে পৌঁছেছে। পর্যটকদের নিরাপত্তা ও যেকোনো হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে।

জেলা প্রশাসক মামুনুর রশীদ জানিয়েছেন, পর্যটক হয়রানি রোধে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে  ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ, সৈকতে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা।

এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম‍্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক ভ্রাম‍্যমাণ আদালত অভিযান চালাচ্ছে। কোনো হোটেল রেস্তোরাঁ যাতে অতিরিক্ত ভাড়া কিংবা খাবারের দাম নিতে না পারে সেলক্ষ্যে কড়া নজরদারী চলছে।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন