আর্কাইভ থেকে বাংলাদেশ

টানা ১৪ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ১০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘণ্টায় দেশে কারও মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই অপরিবর্তিত রয়েছে।  এ নিয়ে টনা ১৪ দিন দেশে করোনায় একজনেরও মৃত্যু হয়নি। এর আগে গেলো ২০ এপ্রিল সর্বশেষ দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

দেশে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রাক্ত হয়েছে ১০ জন। এর আগে মঙ্গলবার (৩ মে) ঈদের দিন দেশে করোনায় আক্রান্ত হন ৭ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ২৫২ জন করোনা রোগী।

আজ বুধবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৬৫৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪২ শতাংশ। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫২ জন করোনা রোগী। 

এ সম্পর্কিত আরও পড়ুন