আর্কাইভ থেকে রাজনীতি

নিজেদের মধ্যে ভাগাভাগির নির্বাচন জনগণ মানবে না : খেলাফত মজলিস

ক্ষমতাসীনদের নিজেদের মধ্যে লাল-হলুদ ভাগাভাগির নির্বাচন জনগণ মানবে না। রাজনৈতিক নেতাদের জেলে পুরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। বললেন, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী

শুক্রবার (২৯ ডিসেম্বর) খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে  তিনি এসব কথা বলেন।

মাওলানা আহমদ আলী বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের কোন খেয়াল নেই। তারা প্রহসনের নির্বাচনে ব্যস্ত।

সমাবেশে রাখা বক্তব্যে খেলাফত মজলিসের  নেতৃবৃন্দ নির্বাচন বাতিলের দাবি জানান।

সমাবেশ শেষে, বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে একটি মিছিল বের হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন