আর্কাইভ থেকে বাংলাদেশ

সয়াবিন তেলের লিটার ১৯৮ টাকা

তেল নিয়ে তেলেসমাতির পর আবারো বাড়লো সয়াবিন তেলের দাম। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল খুচরা পর্যায়ে ১শ’৬০ টাকা থেকে বাড়িয়ে ১শ’৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১শ’৩৬ টাকা থেকে বাড়িয়ে ১শ’৮০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা পাম তেল প্রতি লিটার ১শ’৩০ টাকা থেকে বাড়িয়ে ১শ’৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠকের পর নতুন এ দাম নির্ধারণ করেছে, ভোজ্যতেল পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

পরে  বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী শনিবার থেকে নতুন এ দাম কার্যকর হবে। 

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন