রাজধানীতে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের এক দফা দাবিতে লিফলেট বিতরণ করেছে যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কমলাপুরে এই কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহ-সাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সহ-ক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কে.এস.এম.মুসাব্বির শাফি, সহ-মানবাধিকার সম্পাদক মাহাবুবুল আলম আক্তার, সদস্য মিজানুর রহমান সুমন, মোরশেদ আলম এবং যুবদল নেতা রফিকুল ইসলাম মীর, আরিফ খান, কাজী মঞ্জুর রহমান, রেজাউল করিম রিয়ন, দেওয়ান ঝন্টু, সাইফুল বাছির সোহেল প্রমুখ।
এএম/