আর্কাইভ থেকে ক্রিকেট

অধিনায়ক হিসেবে শান্ত নিজেকে প্রমাণ করেছে: হাথুরু

সিনিয়রদের শূন্যতায় বাংলাদেশ দলের নেতৃত্ব এনেছে নাজমুল হোসেন শান্তর কাঁধে। নেতৃত্বে এসেই গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে পেয়েছেন জয়। এরপর নিউজিল্যান্ড সফরে এসে জিতেছেন কিউইদের মাটিতে বাংলাদেশকে জেতালেন প্রথম ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি।

অধিনায়ক হিসেবে শান্ত কেমন করলেন? আজ রোববার মাউন্ট মঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজ শেষে এ নিয়ে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহকে প্রশ্ন করা হলে তাঁর তিনি জানান, ‘সে খুব ভালো করেছে। কৌশলগতভাবে সে বেশির ভাগ সময় সঠিক ছিল। সে দলের কাছ থেকে কী চায়, কী প্রত্যাশা করে, খেলোয়াড়দের এই বার্তা দেওয়ার ক্ষেত্রে একদম পরিষ্কার ছিল।’

দীর্ঘ মেয়াদে অধিনায়ক হিসেবে শান্তর ব্যাপারে কী ভাবছেন হাথুরু। পরের কথায় টাইগার কোচ কিছুটা ইঙ্গিত দিলেন, ‘আমার মনে হয় তারা (বিসিবি) বেশ ভালোভাবেই চিন্তা করবে। অবশ্যই এটা বোর্ডের সিদ্ধান্ত। কিন্তু শান্ত নিজেকে যথেষ্ট প্রমাণ করেছে তাকে গুরুত্বসহকারে বিবেচনা করার জন্য।’

এ সম্পর্কিত আরও পড়ুন