আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গেলো ২৪ ঘন্টায় ১০০ ফিলিস্তিনি নিহত

গেলো ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায়  ১০০ ফিলিস্তিনি  নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮৬ জন। অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে বাড়ি-ঘরে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে।

রোববার (৩১ ডিসেম্বর) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এর বরাত দিয়ে  বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

গণমাধ্যমটি জানায়, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। একই সাথে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বন্দি বিনিময় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এদিকে গেলো ৩ মাসে  ইসরায়েলের বিমান হামলায় গাজার ৭০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। যার মধ্যে সরকারি মিডিয়া অফিসও রয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, গাজায় ৪ লক্ষ ৩৯ হাজার বাড়ির মধ্যে ৩ লক্ষ বাড়িই বিধ্বস্ত হয়েছে। বাইজেন্টাইন চার্চ, হাসপাতাল, শপিং সেন্টার থেকে শুরু করে সব ধরনের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ২৯ হাজার বোমা ফেলেছে ইসরায়েল, স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে প্রতিবেদনে এ কথা বলেছে গণমাধ্যমটি।

প্রসঙ্গত, গেলো ৭ অক্টোবর ইসরায়েলি হামাসের আক্রমণের পরে। ফিলিস্তিন লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল।

এ সম্পর্কিত আরও পড়ুন