আর্কাইভ থেকে বাংলাদেশ

টিটিই শফিকুল ইসলামকে তলব, তদন্ত কমিটি গঠন

সম্প্রতি ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ ইস্যুতে সাময়িক বরখাস্ত টিটিই শফিকুল ইসলামকে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি।

আসছে রোববার (৮ মে) পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয়ে তাকে ডেকে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে পাকশীর সরকারি পরিবহন কর্মকর্তাকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গেল ৫ মে তারিখে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে ঈশ্বরদী জংশন থেকে বিনা টিকিটে এসি কেবিনে ওঠেন তিন যাত্রী। এ নিয়ে টিটিই শফিকুলের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এসময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দেন ওই যাত্রীরা। এরপর এসি টিকিটের পরিবর্তে এক হাজার ৫০ টাকা নিয়ে তাদের সুলভ শ্রেণির নন-এসি কোচে সাধারণ আসনের তিনটি টিকিট দেন শফিকুল। এতে জরিমানাও ছিল। 

পরে ঢাকায় ফিরে টিটিইর বিরুদ্ধে অসদাচারণের অভিযোগ করেন তারা। এরপরই শফিকুলকে বরখাস্ত করা হয়। ঈশ্বরদীর পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনের নির্দেশে গেল শুক্রবার (৬ মে) থেকে এ বরখাস্ত আদেশ কার্যকর হয়।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন