যুব বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যর দলকে নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি। তার অধীনেই গেলো ডিসেম্বরে দুবাইতে এশিয়া কাপের শিরোপা জেতে যুব দল। বিশ্বকাপেও তাই নেতৃত্বের ভার থাকছে তার কাঁধে।
আজ সোমবার (১ জানুয়ারি) দল ঘোষণা করে নির্বাচক হান্নান সরকার। দক্ষিণ আফ্রিকায় বসতে যাওয়া আসন্ন যুব বিশ্বকাপকে সামনে রেখে যেই স্কোয়াডে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে আরও পাঁচ ক্রিকেটারকে।
আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় বসবে যুব বিশ্বকাপের ১৫তম আসর। টুর্নামেন্টের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি।
বাংলাদেশ স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক), আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন আশিক, আরিফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রাফিউজ্জামান রাফি, রাহাতউদ্দৌল্লা বর্ষন, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী, মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ, একান্ত শেখ।