আর্কাইভ থেকে বাংলাদেশ

পরিবেশ বাঁচানোর দাবিতে সবুজ জার্সি কোহলিদের

আইপিএলের ৫৪তম ম্যাচে রোববার (0৮ মে) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে নামবে বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এ ম্যাচে সবুজ রঙের জার্সি পরে খেলবেন ডু প্লেসি বাহিনী। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন বলছে, সবুজ জার্সি পরার আসল কারণের পুরোটাই পরিবেশ সচেতনতা থেকে এসেছে। সবুজ জার্সি পরে সবুজায়নের বার্তা দেন বিরাট কোহলিরা। গাছ না কেটে পৃথিবীকে বাঁচানোর সচেতনতা ভক্তদের মধ্যে তৈরি করাই তাদের লক্ষ্য।

এর আগেও সবুজ জার্সি পরে খেলেছে বিরাট কোহলিরা, প্রতি আসরে অনন্ত এক ম্যাচে হলেও সবুজ জার্সিতে খেলে ব্যাঙ্গালুরু। এ জার্সি আকর্ষণীয়, গ্ল্যামারাস হলেও কোহলিদের জন্য তা খুবই অপয়া। সবুজ জার্সিতে তারা এখনো কোনো ম্যাচে জয় পায়নি। যদিও ভক্তরা আশা করছেন, নতুন অধিনায়ক ডু প্লেসির অধীনে সেই ইতিহাস বদলাবে বেঙ্গালুরু।

এবারের আসরে ব্যাঙ্গালুরু এখনো পর্যন্ত ১১ ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে। ৫টি ম্যাচ হেরেছে। পয়েন্ট টেবিলে তাদের স্থান চারে। ১০ ম্যাচে ১০ পয়েন্ট হায়দরাবাদের নামের পাশে। সে কারণে কেন উইলিয়ামসন বাহিনী নিশ্চয়ই চাইবে কোহলিদের হারিয়ে প্লে-অফের দিকে আরো এগিয়ে যেতে। ফলে দুই দলের কাছেই ম্যাচটি সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন