আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে আজও সেনা-বিরোধী ব্যাপক বিক্ষোভের ডাক

মিয়ানমারে সামরিক শাসনের বিরুদ্ধে আজও বিভিন্ন শহরের রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা। ১৯৮৮ সালে নিহত এক শিক্ষার্থীর মৃত্যুবার্ষিকী ঘিরে আজ বড় ধরনের সেনাবিরোধী বিক্ষোভ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই শিক্ষার্থী নিহতের জেরে তৎকালীন মিয়ানমার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ তীব্র হয়। আত্মপ্রকাশ ঘটে গণতন্ত্রের আইকন হিসেবে অং সান সু চির।

এর আগে শুক্রবার রাতে মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনে পুলিশের গুলিতে নিহত হয় অন্তত দুইজন বিক্ষোভকারী। আহত হয়েছে আরও তিনজন। আজ শনিবার স্থানীয় গণমাধ্যমের উদ্বৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের একযোগে কাজ করার প্রতিশ্রুতির পর আজ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে সবাইকে রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।

এদিকে, আটকেপড়া মিয়ানমারের নাগরিকদের সাময়িকভাবে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে তাদের ১৮ মাস বসবাসের অনুমতি দেওয়া হবে। অভ্যুত্থানের কারণে তৈরি অর্থনৈতিক বিপর্যয়ে দেশটিতে মানবিক সহায়তা ও চিকিৎসা সেবার মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

সেনা অভ্যুত্থানের কারণে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মিয়ানমারের প্রথম স্যাটেলাইট আটকে দিয়েছে জাপান।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন