ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ খুন, আটক ৩
ডাকাতদের ধারালো অন্ত্রের আঘাতে হারেজ আলী (৮০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোরে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন হারেজ আলীর স্ত্রী হোলেদা বেগম (৭০)।
খুনের ঘটনায় বৃ-চাপিলা আদর্শ গ্রামের সুমন আলী, মাসুদ রানা ও মনিরুল ইসলাম নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার ওসি উজ্জল হোসেন জানান, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে খাওয়াদাওয়া সেরে বৃদ্ধ হারেজ আলী ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে মই দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতির চেষ্টা করে চার যুবক। বৃদ্ধ দম্পতি বাঁধা দিলে দুইজনকেই এলোপাথাড়ি কুপিয়ে চলে যায় ডাকাতরা। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ হারেজ আলীর মৃত্যু হয়।
পরে এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে হোলেদা বেগম উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এসি//