আন্তর্জাতিক

বছরজুড়ে হামলা চলবে গাজায়: ইসরায়েল

বছরজুড়ে হামলা চলবে গাজা উপত্যকায় এমন ঘোষণা দিয়েছে ইসরায়েল। সোমবার (১ জানুয়ারি) ইউরো নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী জানায়, কীভাবে চলতি বছরের শুরু থেকেই হামলা অব্যাহত রাখা যায়, সে বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই কোনো যুদ্ধবিরতিতে যাচ্ছে না ইসরায়েল।

এদিকে, সোমবার রাতভর গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলি বাহিনী। দেইর-আল-বালাহ’র একটি বাড়িতেই নিহত হয়েছেন ১৫ ফিলিস্তিনি।

এর আগে, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১ হাজার ৯৭৮ ফিলিস্তিনি। চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫৬ হাজার ৬৯৭ জন ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। বাস্তুহীন হয়েছেন ২০ লাখের বেশি ফিলিস্তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন