পরিদর্শনে এসে দেখলেন বিদ্যালয়ে তালা ঝুলছে
পাবনার ঈশ্বরদীতে নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে পরিদর্শনে এসে বিদ্যালয় বন্ধ পেলেন জেলা শিক্ষা অফিসার।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদীর কয়েকটি বিদ্যালয়ে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী ঈশ্বরদীর মাজদিয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট একাডেমি, ঈশ্বরদী বালিকা বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াহেদুজ্জামান। তখন তারা মাজদিয়া উচ্চ বিদ্যালয় ও এয়ারপোর্ট একাডেমি ক্যাম্পাসে এসে দেখেন বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষ তালাবদ্ধ এবং বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করছে সুনসান নীরবতা। অফিস কক্ষেও ঝুলছে তালা। অথচ তখন বিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম চলমান থাকার কথা।
এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালী জানান, নতুন কারিকুলামের রুটিন অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলমান থাকার কথা। কিন্তু আমরা বিদ্যালয়গুলো বন্ধ পাই, যা কোনো অবস্থাতেই কাম্য নয়। আমরা রাষ্ট্রের বেতন ভোগ করি অথচ কেউ কেউ রাষ্ট্রের সাথে প্রতারণা করছেন।