ফুটবল

ব্রাজিলকে বেছে না নেওয়ার কারণ জানালেন কার্লো আনচেলত্তি

গত জুলাইয়ে বার্তা সংস্থা এএফপি নিশ্চিত করেছিল, ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। কিন্তু ব্রাজিলকে বাদ দিয়ে রিয়ালের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বৃদ্ধি করেছেন আনচেলত্তি।

বড়দিনের ছুটির পর আজ বুধবার রাতে মাঠে ফিরবে রিয়াল মাদ্রিদ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিল বাদ দিয়ে রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের কারণটা ব্যাখ্যা করেন এই ইতালিতান কোচ, ‘সবকিছু রিয়ালের জন্য ঝুলে ছিল। সাম্প্রতিক সময়ে এদনালদোও (সিবিএফের) সভাপতি পদে নেই। আর শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই যেটা আমি চেয়েছি—রিয়ালে থেকে যাওয়া। আমি জানি না ২০২৬ সালে ব্রাজিল আমাকে চাইবে কি না এবং আমি এটাও জানি না তারা আমার সিদ্ধান্তে খুশি হবে কি না।’

গত বছরের ৭ ডিসেম্বর আদালতের নির্দেশে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় এদনালদো রদ্রিগেজকে। ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে আনচেলত্তিকে রাজি করানোর পেছনে মুখ্য ভূমিকা ছিল তাঁর। রদ্রিগেজের বিদায়ের পর শঙ্কা ছিলো আনচেলত্তির ব্রাজিল কোচ হওয়া নিয়ে। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন