ইরানে সোলায়মানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিস্ফোরণ, নিহত ৭৩
মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানী জেনারেল কাসেম বিন সোলায়মানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে দুই দফা বিস্ফোরণ ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭৩ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও ১৭১ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে কতৃপক্ষ
বুধাবার (৩ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে কাশেম সোলায়মানির সমাধিস্থলের কাছাকাছি দুটি বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, দেশটির কেরমান প্রদেশের জরুরী উদ্ধারকারী বাহিনীর প্রধান মোহাম্মাদ সাবেরি।
কেরমান প্রদেশের ডেপুটি গভর্নর এটিকে সন্ত্রাসী হামলা বলে আখ্যায়িত করেছেন।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে এ্যাম্বুলেন্স পৌছেছে। হতাহতদের স্ট্রেচারে বহন করে তোলা হচ্ছে।
কেরমান প্রদেশের রেড ক্রিসেন্ট প্রধান রেজা ফাল্লাহ জানান, উদ্ধারকারী দল দ্রুত হতাহতদের উদ্ধার করছেন। কিন্তু মানুষের জনস্রোত রাস্তা আটকে দিচ্ছে। ফলে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে।