ইরানে বিস্ফোরণে নিহতের সংখ্যা ১০০ ছাড়ালো
ইরানে জেনারেল সোলায়মানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে বর্তমান ১০৩ জনে দাড়িয়েছে। বিস্ফোরণে মারাত্মক আহতদের মধ্যে অনেকেই মৃতের তালিকায় যুক্ত হয়েছেন। নিহতদের মধ্যে একাধিক শিশুও রয়েছে।
বুধবার ( ৩ জানুয়ারি) কেরমান প্রদেশের জরুরী উদ্ধারকারী বাহিনীর প্রধান মোহাম্মাদ সাবেরি বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি , ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের বরাত দিয়ে জানায় ঘটনাস্থলে দুটি স্যুটকেসে বোম্ব দুটি রাখা হয়। এরপরে রিমোট কন্ট্রোল এর মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও অফিসিয়ালি ইরানের কেউ এ ব্যাপারে এখনো কিছু জানায় নি
ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে প্রত্যক্ষদর্শী এক নারী জানান, একটি বোমা ডাস্টবিনে রাখা ছিল। বিস্ফোরণে তিনি আহত না হলেও। তিনি রাস্তা ধরে হাটছিলেন, এসময়ে বিস্ফোরণ ঘটলে হতাহতদের রক্ত তার পোশাক এবং শরীরে ছিটকে আসে।
প্রসঙ্গত, নিরাপত্তা বাহিনী তদন্তের জন্য ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে দিয়ে জায়গাটি ফাঁকা করে দিয়েছে।