আর্কাইভ থেকে বাংলাদেশ

টেনিসের নতুন তুর্কী কার্লোস আলকারাজ

রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচকে হারিয়ে ফাইনালে ওঠা তরুণ কার্লোস আলকারাজের হাতেই উঠলো মাদ্রিদ ওপেনের শিরোপা।  

রোববার (৮ মে) আরন্তক্সা সানচে স্টেডিয়ামে, ফাইনাল ম্যাচে আলকারাজ জার্মানির টেনিস তারকা ও ছেলেদের এককের তিন নম্বরে থাকা জভেরেভকে পাত্তাই দেননি। ৬-৩ ও ৬-১ ব্যবধানে সেট জিতে নিয়ে ট্রফি হাতে আনন্দে ভাসেন ১৯ বছর বয়সী উদীয়মান তারকা।

১৯ বছর বয়সী এই স্প্যানিশ টেনিস তারকার কাছে হেরে বিদায় নিয়েছিলেন একুশ বারের গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল। নাদালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আলকারাজের ফাইনালের বাধা ছিলেন আরেক তারকা নোভাক জোকোভিচ।

সে বাধাও টপকে যান আলকারাজ। শেষ পর্যন্ত মাদ্রিদ ওপেনের ফাইনালে আগেরবারের চ্যাম্পিয়ন আলেক্সান্ডার জভেরভকে সরাসরি সেটে হারিয়ে শিরোপাটা নিজের করে নিলেন এই তরুণ।

গত বছর প্রথমবারের মতো মাদ্রিদ ওপেন খেলেছিলেন আলকারাজ। এ বছর ট্রফিটাই জিতে নিলেন।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন