রাজনীতি

নাটোরে বিএনপি নেতা বহিষ্কার

নাটোর-১  আসনে নৌকা মার্কায় ভোট চাওয়ার  উপজেলা বিএনপির ২নং যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টুকে বহিষ্কার করা হয়েছে। একই প্রার্থীর হয়ে  ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলীকেও নৌকা মার্কার ভোট চেয়ে উঠান বৈঠক করতে দেখা গেছে।

গেলো বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সদ্য বহিষ্কার হওয়া বিএনপি নেতা বলেন, একটি অনুষ্ঠানের বক্তব্যকে এডিট করে উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়েছে। তারা কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই আদেশ প্রদান করেছে। আমি বিএনপির ছিলাম, আছি, আগামীতেও থাকব এবং সব ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেব।

জানা যায়, মিষ্টু গত ৯ ডিসেম্বর বিলমাড়িয়া সরকারি খেলার মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ বলেন, মিষ্টু উন্মুক্ত জনসভায় বক্তব্য রেখেছেন, যা সবাই জানেন। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন