জাতীয়

২০২৪ সালের বিদ্যুৎ, জ্বালানি পরিস্থিতি জানালেন প্রতিমন্ত্রী

আমরা আশাবাদী বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে ২০২৪ সালে কোনো সমস্যা হবে না। বহির্বিশ্বে জ্বালানি সংকট হলে আমরা বিপদে পড়বো। তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। বললেন, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে  সাংবাদিকদের  প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

আগামী গ্রীষ্মের  বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন,  ফেব্রুয়ারি মাস থেকে ধীরে ধীরে বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। মার্চ-এপ্রিল-মে-জুন মাসে... আমরা আশা করছি সামনের বছর বিদ্যুতের চাহিদা এ বছর থেকে ৮ থেকে ১০ শতাংশ বাড়বে। এটা একটা বড় বিষয়। এটাকে সামনে ধরে আমরা সেভাবে পরিকল্পনা নিয়েছি।

বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে তিনি বলেন, আমরা যখন বড় প্ল্যান্টগুলোর হিসাব করেছি তখন ৭০ থেকে ৭৫ ডলার কয়লা হিসাব করলাম। এখন ৯০ ডলার করে আমরা কয়লার হিসাব (দাম) পাচ্ছি। কিন্তু তখন ডলারের দাম তো ধরেছিলাম ৭৫ টাকা; এখন ১৪০ টাকা, ১২৫-১৩০ টাকা করে কিনতে হচ্ছে। ডলারের দামে একটা বড় ব্যবধান হয়ে গেছে। সেখানেও দামের ব্যবধান বেড়েছে।

প্রসঙ্গত, ডলারের দাম বৃদ্ধি বিদ্যুৎ ও জ্বালানীর দামের উপর প্রভাব ফেলছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন