টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে যাদের পেলো বাংলাদেশ
২০২৪ টি-২০ বিশ্বকাপে ডি গ্রুপে পড়েছে বাংলাদেশ। ডি গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এবারই প্রথম ২০ দলের খেলা হবে।
শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি এই সূচি প্রকাশ করে। এ বছরের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
একনজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ 'এ' : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ 'বি' : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ 'সি' : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
গ্রুপ 'ডি' : দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল
উল্লেখ্য, প্রতি গ্রুপ থেকে দুটি করে দল পাবে শেষ আটের টিকেট।