বাংলাদেশ

‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে ভয়াবহ আগুন, নিহত ৪

রাজধানী গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনের ঘটনা ঘটে। এতে নিহত ৪ জন নিহত হয়েছে। এবং  দগ্ধ অন্তত দুজন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।

৪ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি আরও বলেন, গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুনের ঘটনা ঘটে। তবে আগুনের ঘটনার সূত্রপাত কীভাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ফায়ার সার্ভিস এক বার্তায় বলেছে, দুর্বৃত্তরা বেনাপোল এক্সপ্রেসের চারটি বগিতে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজকের ঘটনা নিয়ে ঢাকা রেলওয়ে থানার এসআই আশরাফ হোসেন গণমাধ্যমে জানিয়েছেন, রাত ৯টা ৭ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে তাঁরা ট্রেনে আগুনের খবর পেয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গেছেন।

প্রসঙ্গত, বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসে। ট্রেনটির ঢাকায় পৌঁছার কথা রাত ৮টা ৪৫ মিনিটে। এর মধ্যে গোপীবাগে পৌঁছালে আগুনের ঘটনা ঘটে।

 

 

 

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন