আন্তর্জাতিক

মারা গেলেন বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি জাগালো

মারা গেছেন চারটি বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

শুক্রবার (৫ জানুয়ারি) মৃত্যুবরণ করেন জাগালো। ১৯৩১ সালের ৯ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়

জাগালো ব্রাজিলকে প্লেয়ার হিসেবে দুটি ও পরে কোচ হিসেবে দুটি বিশ্বকাপ জেতান।

১৯৩০ সাল থেকে বিশ্বকাপ শুরু হলেও সবচেয়ে সফল দল ব্রাজিল এর স্বাদ নেয় ১৯৫৮ সালে। ওই দলের অন্যতম সদস্য ছিলেন জাগালো। চার বছর পর আবার বিশ্বকাপ জিতে সেলেসাওরা। সেবারও জাগালো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৭০ সালের বিশ্বকাপে ব্রাজিলের কোচ ছিলেন জাগালো, সতীর্থ পেলেরা হয়ে যান শিষ্য। সেবার সেলেসাওরা জিতে নিজেদের তৃতীয় বিশ্বকাপ। এর মাধ্যমে প্রথম বার কেউ ফুটবলার ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পান। ১৯৯৪ সালের বিশ্বকাপে জাগালো ছিলেন ব্রাজিলের সহকারী কোচ। সেবার চতুর্থ বিশ্বকাপ জিতে হলুদ জার্সিধারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন