বাংলাদেশের নির্বাচন নিয়ে আগের অবস্থানেই ভারত
‘বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা প্রতিনিয়ত বলে আসছি, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়।বাংলাদেশের জনগণ যা চায় ভারত তা চায়’ -এভাবেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান আবারও স্পষ্ট করলো ভারত।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি)নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা বলেন নতুন মুখপাত্র রণধীর জয়সাওয়াল।
৭ জানুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিকের প্রশ্ন ছিল-আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কেননা, প্রধান বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সাওয়াল বলেন, ‘আমরা প্রতিনিয়ত বলে আসছি বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আগের প্রেস ব্রিফিংয়েও এই প্রশ্ন করা হয়েছিল। আমার পূর্বসূরি তখন এই প্রশ্নের উত্তরও দিয়েছিলেন। তাই আমি এটা ছেড়ে দেব।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশের আগ্রহ ছিল। কয়েক মাস আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক প্রতিনিধি দল, বেশ কয়েকজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, নির্বাচন পূর্ববর্তী পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে আসেন। এসময় তারা ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিরোধী দিল বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দেল ও সুশিল সমাজের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তারা অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন। ইউরোপীয় ইউনিয়নের একাধিক প্রতিনিধি দলও ঢাকা সফরে এসে যুক্তরাষ্ট্রের সুরে কথা বলেন। থেমে থাকেনি জাতিসংঘের তৎপরতাও।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও শেখ হাসিনা সরকারকে সমর্থন জানায় রাশিয়া, চীন ও ভারত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশে ‘সংবিধান অনুযায়ী’ নির্বাচন চায় চীন। ভারত সরকারও স্পষ্টভাবে একাধিকবার জানিয়ে দেয়,নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণ যা চায় ভারত সরকারও তা চায়।
গত কয়েক দিন ধরে নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিভিন্ন মতামত দিচ্ছে।এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে অআরও নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। নয়া দিল্লি বলছে, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণঅলয়ের প্রেস ব্রিফিংয়ে ভারত নির্বাচনে পর্যবেক্ষণে পাঠাবে কিনা— এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি জয়সাওয়াল।
তবে কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মার নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যবেক্ষক দল বৃহস্পতিবার ঢাকায় এসেছে। প্রতিনিধিদলটি আসছে ৯ জানুয়ারি অর্থাৎ নির্বাচনের ফল প্রকাশিত হওয়া পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে বলেও ওই কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।