জাতীয়

‘কোনো সন্দেহ নেই, আমরাই জয়ী হবো’

কোনো সন্দেহ নেই, আমরাই আবার ক্ষমতায় আসবো। বললেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দিক, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুক। এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছি। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গিয়ে অনেক জেল জুলুম সহ্য করেছি। এরপরেই মানুষের ভোটাধিকার মানুষের হাতে তুলে দিতে পেরেছি।

আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না। এই দলের জন্মই হয়েছে মিলিটারি ডিকটেটরের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে। ভোট কারচুপি করা, ভোট কেড়ে নেয়া এটিই বিএনপির চরিত্র। তবে তারা এই সুযোগ এখন পাচ্ছে না। এ জন্যই তারা সন্ত্রাসের পথ বেছে নিচ্ছে। গাড়িতে, ট্রেনে আগুন দিয়ে মানুষ মারছে।

প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ছাড়া কোনো ধরনের উন্নয়নই সম্ভব না। তাই দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি ঢাকায় ভোট দেন।

টিআর/

এ সম্পর্কিত আরও পড়ুন